রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক:
পঞ্চম ধাপে রাজশাহীর তিনটি উপজেলার ১৯ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি , পুঠিয়ার দুইটি ও দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত ।
১৯ ইউনিয়নে লড়ছেন ৬৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী । এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০ জন ও সাধারণ সদস্য পদে ৬৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে । ১৯ ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১৮৬টি। এর মধ্যে ঝুকিপূর্ন হিসেবে চিহ্নত করা হয়েছে ৮৮টি ভোট কেন্দ্র ।