রাজশাহীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার মহানগরীর আরডিএ মার্কেটে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়। ‘উন্নয়নের বইছে ধারা, আয়বর্ধক প্রশিক্ষণে নারীরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেলস্ ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৭:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ