রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গর্ভনর সাবেক এমএনএ জননেতা আতাউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী এবং ২০ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত জননেতা মাদার বখশ্ এর ৫৫ তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠন দুটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য রাকিবুল হাসান শুভসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, প্রতিবছর আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবারো শুরু করেছি। আগামী ২০ জানুয়ারি চলমান থাকবে এ কার্যক্রম।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৭:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ