সর্বশেষ সংবাদ :

নওগাঁয় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্জিত ও ১ জানুয়ারি বই বিতরণ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা এই মানববন্ধন করেন।
এসময় বক্তব্য রাখেন-বিদ্যালয়ের শিক্ষক রইচ উদ্দিন, সেলিম উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুর সুলতান। মানববন্ধনে বক্তারা বলেন গত ১ জানুয়ারি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে কোন কিছু বুঝে উঠার আগেই বিশূঙ্খলা সৃষ্টি করে বই বিতরন বন্ধ করে দেয়।
এছাড়াও প্রধান শিক্ষককে বিভিন্ন ভাবে গালিগালাজ করে। তাই এর সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও তার শাস্তির দাবি জানান। পরে ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্কুলে গিয়ে শেষ হয়।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৭:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ