বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ মেলার সমাপ্ত ঘোষণা করা হয়।
এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব।
শেষে দুইদিন ব্যাপি আয়োজিত মেলায় সিনিয়র গ্রুপে দাসপাড়া ডিগ্রি কলেজ প্রথম ও উত্তরা ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং জুনিয়র গ্রুপে বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রথম ও দাসপাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।