রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ভারতের মহারাষ্ট্রে নমুনা পরীক্ষায় ৮৪ শতাংশ মানুষের ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। গত বছরের ৩০ থেকে ৩১ তারিখে তাদের জিনোম সিকেয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, দিল্লিতে নতুন করে একদিনে ৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। যা গতদিনের চেয়ে বেশি। প্রতিদিনই রাজ্যে বাড়ছে সংক্রমণ। ভারতের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন স্ট্রেইন। এর মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে নাজুক। রাজ্যটিতে এ পর্যন্ত ৫১০ জন ওমিক্রনে সংক্রমিত। সোমবার ভারতে ৩৩ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। সংক্রমণের দ্রুত বিস্তারে সামনে পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও মহরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তার রাজ্যের হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট নেই। সূত্র: এনডিটিভি