মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক :নড়াইলে মেহেদির রঙ না উঠতেই পারিবারিক কলহের বলি হতে হলো এক নতুন গৃহবধুকে । বিয়ের তিন মাস না পেরোতেই স্বামীর নির্মম নির্যাতনে লাশ হতে হলো জিপিএ-৫ পেয়ে সদ্য এসএসসি পাস করা লাবিবা ফারহানা শ্রাবণী নামের এই গৃহবধূকে ।
বছরের প্রথম দিন শনিবার ১ জানুয়ারি বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে শ্রাবণীর স্বামীর বাসায় ।
নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, স্বামী হাসিবুর বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা শ্রাবণীকে হত্যা করেছে ।
এদিকে ঘটনার পর নিহত শ্রাবণীর স্বামী হাসিবুর ও তার পরিবারে সবাই পলাতক । অভিযুক্তদের ধরতে চেষ্টা করছে পুলিশ।
নিহতের স্বজনরা বলেন, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র হাসিবুর আর খুলনা তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে এবারের এসএসসি পরিক্ষার্থী শ্রাবণীর ফেসবুকে
পরিচয় তারপর প্রেম বিষয় জানাজানি হলে উভয়ের পরিবারের সম্মতিতে তিন মাস আগে তাদের বিয়ে হয়।
বিয়ের দুই মাস না যেতেই পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন শুরু করেন।। শনিবার বিকেলে হাসিবুরের এলোপাথাড়ি আঘাতে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলেন । সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎক মৃত ঘোষণা করেন ।