সর্বশেষ সংবাদ :

মেসি কেন পিএসজিতে ফিরছে না

সানশাইন ডেস্ক; এসেছিলেন ছুটি কাটাতে। বড়দিন উদযাপনের পরও বেশ কয়েকদিন জন্মভূমি আর্জেন্টিনাতে বেশ আনন্দে সময় কেটেছে লিওনেল মেসির । সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই টের পাওয়া গেছে সেসব ।

তবে ছুটির পালা শেষ । বড়দিন পাড় করে ইংরেজি নতুন বছরও চলে এসেছে । এবার খেলায় ফেরার পালা। কিন্তু আতঙ্কে নাকি ফ্রান্সে যেতে পারছেন না লিওনেল মেসি, এমন খবর দিয়েছে আর্জেন্টিনার কয়েকটি গনমাধ্যম। যদিও কারণ যে শুধু এটিই, সেটিও নিশ্চিত করেননি কেউ ।

তবে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের দুই আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্সে যাননি মেসি । আতঙ্কটা তাহলে কীসের? ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের ।

ইতোমধ্যে জানা গেছে পিএসজির পাঁচ ফুটবলারের করোনা হয়েছে । যদিও তাদের নাম এখনও প্রকাশ করেনি ক্লাবটি । এটি অবশ্য এখনও স্পষ্ট নয় আসল কারণ কী । ছুটি বাড়ানো হয়েছে নাকি শেষ মুহূর্তে বদলে গেছে সূচি ।

নিজের স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জে ও তিন ছেলে থিয়েগো, মাতেও এবং সিরোকে নিয়ে আর্জেন্টিনায় এসেছিলেন মেসি। সম্প্রতি তাদের দেখা গেছে বেশ কয়েকটি পারিবারিক অনুষ্ঠানে ।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ | সময়: ১২:৩৪ অপরাহ্ণ | সুমন শেখ