মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
শুক্রবার সকাল ১০ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান গনমাধ্যম কর্মীদের বলেছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল ।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি ।
এ সময়ে বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যায়
। আহত হন অন্তত ১০ জন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান ।