সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; ভারতে হাজার ছাড়ালো ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা । ২৬৩ সংক্রমণ শনাক্তের মাধ্যমে শীর্ষে দেশটির রাজধানী নয়াদিল্লির অবস্থান ।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, এখন পর্যন্ত ১১শ’ ৫৯ জনের শরীরে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন । দেশের ২২ রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন । তালিকায় দিল্লির পরের অবস্থানেই মহারাষ্ট্র ; মিলেছে ২৫২টি কেস । তাছাড়া গুজরাটে ৯৭ জন ও কেরালায় ৬৫ এবং তেলেঙ্গানায় ৬২ জনের শরীরে মিলেছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ।
চিকিৎসকরা দাবি করে, মারাত্মক সংক্রামক হলেও উপসর্গ অতীতের মতো প্রকট নয় । সে কারণে বাড়িতে থেকেই চিকিৎসা করানো হচ্ছে । ভারতে ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে । প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬৮ জন ।