রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; রাজশাহী সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে অবস্থানরত অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ২০ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫‘শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, বোয়ালিয়া থানার সভাপতি আতিকুর রহমান কালু, বিশিষ্ট সমাজসেবী হযরত আলী, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, এবং ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।