বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে এক বেসরকারী সংস্থা (এনজিও) কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, বিকাল ৪টার দিকে বীজ এনজিওর এক মাঠ সহকারী ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল রেখে ভিতরে যান। একটু পরে এসে দেখেন মোটর সাইকেলটি নেই। এ ব্যাপারে থানায় অভিযোগে দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।