রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; রাজশাহীতে ক্রিকেট খেলার জের ধরে মাদরাসার ছাত্র পারভেজকে হত্যা করায় খুনিদের শাস্তির দাবিতে পরিবার ও এলাকাবাসী নগরীর বর্ণালীর মোড়ে মানববন্ধন করেছেন ।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর এ মানববন্ধন করা হয় । এর আগে সোমবার ২৭ ডিসেম্বর মৃত পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে পাঁচ জনের নামে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে ।
আসামীরা হলো, নগরীর হেতেমখাঁর মিলনের ছেলে আবির, মনার ছেলে সাকিব, মৃত সূর্যের ছেলে মনা ও মিলন, আমজাদের ছেলে রানা। শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে নগরের কলাবাগান রাজিব চত্বরে সে খুন হয় ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, ক্রিকেট খেলার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনের ছেলে আবিদ ও মুনার ছেলে শাকিল পারভেজকে ছুরিকাঘাত করে পালায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন ।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসকরা। শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে , সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পারভেজ কলাবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।