বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; লক্ষ্মীপুরে গোপন বৈঠক থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। আইন প্রয়োগকারী সংস্থাটির দাবি করেছেন, আটক হওয়া প্রত্যেকেই জামায়াত-শিবিরের নেতাকর্মী । নাশকতার উদ্দেশ্যেই তারা গোপন বৈঠকে জড়ো হয় ।
গতকাল মঙ্গলবার ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার পাসপোর্ট অফিসের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনী ।
পুলিশের ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা জেলা ও পৌরসভাসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতাকর্মী । নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে জড়ো হয়েছিলেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেছেন, আটকরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে ।