বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৫ জনকে আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করা হয়েছে।
যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ সোহেল রানা(৩১) কে ১১পিচ ইয়াবা এবং ২০গ্রাম হেরোইনসহ আটক করেন ।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ জনি(২৪) কে ০৬টি লোহার তৈরী হাসুয়া ও ০৯টি লোহার তৈরী পাতসহ আটক করেন।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।