রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছেন র্যাব ।
২২ ডিসেম্বর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রী উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি জিডি করে ।
জিডিতে মেডিকেল কলেজের ছাত্রী অভিযোগ করেছেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেয় । প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলে ।
কিন্তু বাসায় যেতে তিনি রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন শিক্ষক । গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন । এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে । আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।