মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৭৩ বস্তা ইউরিয়া ও ডিএপি সার উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ভবানীপুর বাজারে আকন্দ ট্রেডার্সে অভিযান চালিয়ে সারের বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম। এ সময় র্যাব-১২ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর বাজারে খুচরা সার বিক্রেতা আকন্দ ট্রেডার্সের একটি গোডাউনে সহস্রাধিক বস্তা সার মজুদ করা রয়েছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাব-১২ অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে ৬৩৩ বস্তা পটাশ, ৪৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা সার যশোর নোয়াপাড়া থেকে সার ক্রয় করে চান্দাইকোনার কনক ট্রেডার্স। কিন্তু সেই সারগুলো আকন্দ ট্রেডার্সে ঘরে অবৈধভাবে গুদামজাত করা ছিল।
জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, সারগুলো উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।