সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে তার পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। সোমবার (৩ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘তাকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এরআগে, গত সপ্তাহে তৈমুর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আরেকজনকে মনোনীত করে বিএনপি।