সর্বশেষ সংবাদ :

শপথ নিলেন বগুড়া শেরপুরের ৯ চেয়ারম্যান ও ১০৮ ইউপি মেম্বার

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান ও মেম্বার শপথ নিয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন।
শপথ পাঠ করান বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় শেরপুর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান গণ শপথ নেন।

এছাড়াও শেরপুর উপজেলা হলরুমে শপথ নিলেন ১০৮ জন ইউপি সদস্য শেরপুরের ৯ ইউনিয়নের নবনির্বাচিত ১০৮ জন ইউপি সদস্যরাও শপথ নিয়েছেন।

দুপুর আড়াইটার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো: নাজমুল হক, ট্রেড ইন্সট্রাকক্টর সায়েদুর রহমানসহ নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চেয়ারম্যান ও মেম্বাররা গত ১১ নভেম্বর তারা নির্বাচিত হয়েছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৯:২৮ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর