শেরপুর প্রতিনিধি :বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. লুৎফর রহমান (৫৫) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর শহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের সোনা উল্লাহ মিয়ার ছেলে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাংসারিক প্রয়োজনীয় কেনাকাটার জন্য শেরপুর বারোদুয়ারী হাটে যাচ্ছিলেন লুৎফর রহমান। পথিমধ্যে খেজুরতলা নামক স্থানে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাঠমিস্ত্রি লুৎফর রহমান মারা যান।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।।