শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ক্রীড়া ডেস্ক
শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট। প্রায় তিন ঘণ্টা ধরে হওয়া ড্রাফটে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হয়েছিল ড্রাফট। ড্রাফট শুরুর আগে নাটকীয়তার মধ্য দিয়ে যাওয়া ঢাকা ড্রাফটেও দেখিয়েছে চমক। অটো চয়েজ হিসেবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই নিয়েছিল তারা। ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও।
শুধু তাই নয়, দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও দলে ভিড়িয়ে অভিজ্ঞতার মেলা বসিয়েছে ঢাকা। তৃতীয় ডাকে মাশরাফিকে নিয়েছে তারা। ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়ে লিটন দাসকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তারকা ক্রিকেটারদের মধ্যে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনরা। তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমকেও দলে নেয়নি কেউ। তবে অবিক্রিত খেলোয়াড় তালিকা থেকে পরে নেওয়ার সুযোগ থাকছে সব দলের সামনে।
ড্রাফট শেষে বিপিএলের ছয় দল
খুলনা টাইগার্স
দেশি
ড্রাফটের বাইরে থেকে – মুশফিকুর রহিম
ড্রাফট থেকে – শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – থিসারা পেরেরা, নবীন উল হক ও ভানুকা রাজাপাকশে
ড্রাফট থেকে – সেকুগে প্রসন্না (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
ফরচুন বরিশাল
দেশি
ড্রাফটের বাইরে থেকে – সাকিব আল হাসান,
ড্রাফট থেকে – কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – ক্রিস গেইল, মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা
ড্রাফট থেকে – ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি
ড্রাফটের বাইরে থেকে – নাসুম আহমেদ
ড্রাফট থেকে – শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – বেনি হাওয়েল ও কেন্নার লুইস
ড্রাফট থেকে – চ্যাডউইক ওয়াল্টন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি
ড্রাফটের বাইরে থেকে- মোস্তাফিজুর রহমান
ড্রাফট থেকে – লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম,আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – মঈন আলি, ফাফ ডু প্লেসি ও সুনিল নারিন
ড্রাফট থেকে – কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ)
ঢাকা
দেশি
ড্রাফটের বাইরে থেকে – মাহমুদউল্লাহ রিয়াদ
ড্রাফট থেকে – তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবউল্লাহ জাদরান
ড্রাফট থেকে – মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), ফজলহক ফারুকি (আফগানিস্তান)
সিলেট সানরাইজার্স
দেশি
ড্রাফটের বাইরে থেকে – তাসকিন আহমেদ
ড্রাফট থেকে – মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আলআমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।
বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন ইনগ্রাম
ড্রাফট থেকে – রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (আরব আমিরাত)
সূত্র: জাগো নিউজ
সানশাইন / শামি