শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক : নওগাঁয় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
২৮ তারিখে নওগাঁয় বিএনপির সমাবেশ হওয়ার কথা আছে । এই কর্মসূচি ঘিরে সরব হয়ে ওঠেন বিএনপির স্থানীয় নেতা কর্মীরা । কিন্তু এরমধ্যেই জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করায় সেই সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে ।
জেলা প্রশাসক হারুন অর রশিদ ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করে বলেন , নওগাঁ শহরের নওযোয়ান মাঠে ২৮ তারিখ যুবলীগ এবং প বিএনপি একই সময় সভা আহ্বান করায় উত্তেজনা দেখা দিয়েছে। তাই আজ ২৭ ডিসেম্বর বিকেলে ৩টা থেকে ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে । এই সময়ের মধ্যে কেউ সভা-সমাবেশ কর্মসূচি পালন করতে পারবেন না।
এদিকে শহরটির কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপির স্থানীয় নেতারা।