সর্বশেষ সংবাদ :

হাসান আজিজুল হক স্মরণে রাবিতে ৪দিন ব্যাপি শ্রদ্ধা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে ৪দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আজ বেলা আড়াইটায় হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রেফেসর এমা. সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিদিন টিএসসিসি মিলনায়তে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ