রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির পক্ষে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত-ই এলাহী কাজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম-সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা আনছার আলী, জিআরএম শাহজাহান, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুর বারীসহ ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।