সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বড়দিনে খ্রীষ্টান পল্লীতে ছাত্রলীগ নেতার হামলা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে এক খ্রীষ্টান ধর্মালম্বীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চামটা ছিটগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারী ছাত্রলীগ নেতার নাম আশরাফুল ইসলাম (২৩)। তিনি উপজেলার দীঘইর গ্রামের একাব্বরের পুত্র, জোনাইল ডিগ্রী মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি।
হামলার শিকার পল্লীর প্রশান্ত রোজারিও বলেন, শনিবার বড়দিন উপলক্ষে সারাদিন ব্যাপী ধর্মীয় কীর্তন চলছিল। সন্ধ্যার দিকে আশরাফুল ইসলাম দুইজনকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে ছিসগাড়ীর গ্রামে আসে। তারা পাঁচ হাজার টাকা ও মদ দাবি করে। দিতে না চাইলে গালিগালাজ করে। একপর্যায়ে লাঠি নিয়ে আমার বসত ঘরের টিনের বেড়া, রান্নাঘরসহ প্রতিবেশী ডব্লিউ রোজারিওর বাড়িঘর এবং ইলিয়াস পালমার বাড়িতে হামলা করে তোরণ ভাঙচুর করে। আমি বাধা দিলে আমাকে মারপিট করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বলেন, আশরাফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হবে।
জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমি ঘটনা শুনেছি। তার উপযুক্ত বিচার করা হবে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ