সর্বশেষ সংবাদ :

নওহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের মিলন মেলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ব্যাচের আহসান হাবীব ও তাজুল ইসলামের নেতৃত্বে এ অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে সাবেক ও নতুন শিক্ষক মারফত উল্লাহ, আব্দুল কাদের এমএসসি, চামেলী বেগম, ওমর আলী, আখতার ফারুক, হযরত আলী, সাইফুল ইসলাম, আব্বাস আলী প্রমুখকে সম্মাননা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন রাবি শিক্ষক দুলাল আলী মোল্লা, ওসি তদন্ত তোসলিম ইসলাম, অগ্রণী ব্যাংক সিনিয়র কর্মকর্তা আব্দুল মজিদ, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ