সর্বশেষ সংবাদ :

চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট, বাঘা ও দুর্গাপুরের ভোটগ্রহণ চলছে

সানশাইন ডেস্ক:চতুর্থ ধাপে রাজশাহীর তিনটি উপজেলা চারঘাট, বাঘা ও দুর্গাপুরের ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে।

আজ রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

এদিকে, সকাল ১০ টা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

জানা গেছে, চারঘাট উপজেলার ছয় ইউপিতে ২৩ জন, বাঘা উপজেলার তিন ইউপিতে ৯ জন ও দুর্গাপুর উপজেলার ছয় ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী লড়াই করছেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১ | সময়: ১১:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ