রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২ নারী মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও একই গ্রামের মৃত আজাদ মন্ডলের মেয়ে শ্যামলী খাতুন (৩৬)।
এব্যাপারে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে আমরা দূরপাল্লার বাস তল্লাশি করে গ্রেফতার করেছি। তাদের নিকট থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।