শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। রবিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনের এ কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। সভাপতিত্ব করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. ফারুক হোসেন। কনফারেন্সে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন। তিন দিনে ৫১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই আমেরিকা-এর সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, আইইইই বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মশিউল হক এবং রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহবায়ক আরিফ আহম্মদ চৌধুরী প্রমুখ।