রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়ালাগনো ১০টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে স্টেশনের বটগাছতলায় যাত্রীদের বসার স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের সবজি ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।
এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একফ্রেমে জোড়ালাগনো ১০টি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক ওজন প্রায় ৫ কোটি টাকা। মূর্তিটি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যাবসায়িকে চিহ্নিত করা যায়নি।