সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেলা ও পুরষ্কার বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী উপজেলার রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের অংশগ্রহনে দুইদিন ব্যাপী বার্ষিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। সোমবার সমাপনী পর্বে সভাপতিত্ব করেন রক্ষাগোলা কমিটির সভাপতি সরল এক্কা।
প্রধান অতিথি ছিলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল, গোদাগাড়ী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, রক্ষাগোলা নেতৃ কল্পনা তির্কী, রক্ষাগোলা সমন্বয় কমিটির উপদেষ্টা প্রসেন এক্কাসহ অনেকে। বক্তব্য রাখেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিসিবিভিওর আরিফ, নিরাবুল ইসলাম নিরব, শাহাবুদ্দিন শিহাব, ইমরুলসহ রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমাজ সংগঠকরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিটি অংশগ্রহণকারী প্রতিটি দল ও বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য সিসিবিভিও-রাজশাহীর বাস্তবায়নে, ব্রেড ফর দি ওয়ার্ল্ড, র্জামানীর সহায়তায় ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমুহের অংশগ্রহণে স্থিতিশীল খাদ্য নিরাপত্তার পাশাপাশি কর্ম এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের কার্যক্রম পর্যায়ক্রমে গোদাগাড়ী উপজেলার ৩৫টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১ | সময়: ৭:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ