বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে টাইব্রেকারে দীপ্তি পরিষদকে ২-১ গোলে হারিয়ে সাদেক স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার নগরীর টিকাপাড়া তরুন সংঘ ক্লাবের উদ্যোগে টিকাপাড়া ঈদগাহ ময়দানে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সাদেক স্মৃতি সংঘ ও দীপ্তি পরিষদের মধ্যেকার খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। শেষে টাইব্রেকারে দীপ্তি পরিষদকে ২-১ গোলে হারিয়ে সাদেক স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ ও মহানগর আওয়ামী লীগ সহসভাপতি নাঈমুল হুদা রানা, মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাসিক ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাতাব হোসেন চৌধুরী। টিকাপাড়া তরুন সংঘ ক্লাবের সভাপতি নাজমুল হুদা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন চৌধুরী।