সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখার আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূবনমোহন পার্ক সংলগ্ন অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মর্জিনা পারভীন।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী জেলা মহিলা লীগের সহসভাপতি নুরজাহান সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার রাজশাহী জেলা কর্মকর্তা সাদিকুল ইসলাম। সভাটি সঞ্চালনের দায়িত্ব পরিচালনা করেন সাবিয়া সুলতানা।