রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহীর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে তেইশটি যুব সংগঠন কে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী শামসুন নাহার খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানোর মোহাম্মদ সাদিক উজ্জামান। প্রত্যেকটি সংগঠনকে ৪০ হাজার করে অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন বোয়ালিয়া থানা যুব উন্নয়ন কর্মকর্তা সইদ আলী রেজাসহ জেলার ১১ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অনুদান প্রাপ্ত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।