সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সকল শাখায় একযোগে ৩ দিন ব্যাপী ঋণ আদায়, বিতরণ ও আমানত সংগ্রহের উদ্দেশ্যে “বিজয় মেলা” এর অংশ হিসেবে রবিবার স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীতে ১ জন ঋণ গ্রহীতার নিকট থেকে ঋণের অর্থ গ্রহণের মাধ্যমে “বিজয় মেলা-২০২১” এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক প্রশাসন জয়নাল আবেদীন।
“বিজয় মেলা” উপলক্ষে স্থানীয় মুখ্য কার্যালয় এর উপ-মহাব্যবস্থাপক মাহমুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন। প্রধান অতিথি রাকাব-এ উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণসহ গুণগত মানসম্পন্ন বিনিয়োগ ও স্বল্পসুদবাহী আমানত সংগ্রহের বিষয়ে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও বেশী তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত খেলাপি ঋণ গ্রহীতাদের ঋণের অর্থ পরিশোধে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংকের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে ব্যাংক প্রদত্ত বিভিন্ন সেবাসমূহ গ্রহণের অনুরোধ জানান।