রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: আসন্ন ৫ম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পোরশায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার ৬ ইউনিয়নের দায়িত্বরত ৩ জন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মাঝে নৌকা ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের মাঝে হাতপাখা সহ ২৭ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতিক বরাদ্ধ দেওয়া হয়।
এছাড়াও একইদিন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।