সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় সোমবার উপজেলার আমাইড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেনের নৌকা মার্কার বিজয়ের লক্ষে নির্বাচনী কর্মী সম্মেলন কুন্দন প্রাথমিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আমাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নৌকা প্রার্থী ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝর্না, জেলা যুবলীগের প্রদিপ সরকার, শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মাহাবুব আলম চৌধুরী, দিলিপ চৌহান।