শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হয়ে গেল ব্যবসায়িক মিলন মেলা। সোমবার দুপুরে শহরের কনভেনশন সেন্টারে ইথেন এন্টারপ্রাইজের (প্রা:) লিমিটিড এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। উদ্বোধক হিসেবে কেক কেটে মিলন মেলার উদ্বোধন করেন ইথেন এন্টারপ্রাইজের পরিচালক রাফসান ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল। অনুষ্ঠানে নওগাঁর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, সায়াম সিটি সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট নাছিরুল আলম, ইউনিক সিমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহ্ জামাল শিকদার।