সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার সান্তাহার বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নূর ইসলাম বাইসাইকেল করে সান্তাহার মাছের আড়ৎ থেকে পাতিলে মাছ নিয়ে বদলগাছী যাচ্ছিলেন। হঠাৎ বর্শিপুর বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। তখন স্থানীয়রা এগিয়ে আসলে ট্রাক্টর রেখে চালক ও হেলপার ভয় পেয়ে পালিয়ে যায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।