মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় সাগরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চার আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বিমানটির ৬৯ বছর বয়সী পাইলট তিন আরোহীকে আনন্দ দিতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ব্রিসবেনের উত্তরপূর্ব দিকের জলাভূমি এলাকায় পড়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকটি ছবিতে রকওয়েল ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটটিকে মোরেটন উপসাগরে উল্টে পড়া অবস্থায় ভাসতে দেখা গেছে।
বিমানটির একজন পুরুষ আরোহী ও দুই শিশুর পরিচয় শনাক্তের চেষ্টায় কাজ করছে পুলিশ। ঘটনাটিকে ‘শোচনীয় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন পুলিশ পরিদর্শক ক্রেগ হোয়াইট। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে প্রতিবেদন তৈরিতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গেস মিচেল।