সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত হলেন, নওগাঁ জেলার নিয়ামপুর থানার দারাজপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়ার আনিসুর রহমানের ছেলে আলী আজম মাসুম (৪৭)।
রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১৮ ডিসেম্বর বিকেলে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর জিপিও অফিসের সামনে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে জাহিদুল ইসলামে ও আলী আজম মাসুমকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।