শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে একটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক ইসাহাক আলী জানান, শনিবার দিবাগত মধ্যরাতে রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির দোতালায় রাখা প্রায় ২শ মণ ধান ও গম পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-স্টেশন অফিসার আব্দুস সাত্তার জানান, রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।