রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের একদিনের মাথায় তালাকের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে।
ঘটনায় জানা যায়, উপজেলার চৌডালা ইউনিয়নের অনার্স পড়ুয়া এক মেয়ের সাথে গোমস্তাপুর ইউনিয়নের এক যুবককের শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রহনপুর পৌর এলাকার একটি মহল্লায় বিয়ে হয়।
শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এরই একপর্যায়ে কনে ওই যুবককে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা তার পরিবারকে জানায়।
পরে উভয় পক্ষের সম্মতিতে শনিবার রাতে তালাক সম্পাদন করেন ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
তালাকের কারণ সম্পর্কে কোনপক্ষই মুখ খুলেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।