সর্বশেষ সংবাদ :

নওগাঁয় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি: মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহরের এটিম মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষনো সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর হোসেলসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে একটি বিজয় র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটিম মাঠে গিয়ে শেষ হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ