শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। মহান বিজয় ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি নানা অন্ঠুানের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা শেষে ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।