সর্বশেষ সংবাদ :

মোহনপুরে ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় আথরাই অগ্রণী ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করে ইউনিয়ন যুবলীগ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আখতার হোসেন রঞ্জুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আরিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, আথরাই অগ্রণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালেক, মোহনপুর উপজেলা যুবলীলীগের সভাপতি ইকবাল হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি একরামুল হক বিজয়সহ নবনির্বাচিত ইউপি সদস্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ