রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ১জন নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ভুটভুটি চালক চৌডালা ইউনিয়নের বাজার পাড়া গ্রামের মোকবুলের ছেলে সাজু (২২) ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চালক সাজু রবিবার সকালে চৌডালা থেকে মুরগি নিয়ে ভোলাহাট যাবার পথে বেলাল বাজার নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয়রা তাকে আহতাবস্থায় গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।