রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় প্রয়াত সাংবাদিক ড. আনিসুর রহমান এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক জিয়াউল কবীর স্বপন, কোষাধ্যক্ষ অসিত কুমার সাহা, নিবার্হী সদস্য মো. মঈন উদ্দিন। দোয়া পরিচালনা করেন যগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল আলম দিনার। সাংবাদিক ড. আনিসুর রহমান পবা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের পবা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন।