রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ। নগরীর টিকাপাড়া তরুন সংঘ ক্লাবের উদ্যোগে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
টিকাপাড়া ঈদগাহ ময়দানে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। সার্বিক সহযোগিতায় আছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন।