রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি
ভোলাহাটে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ১৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে জনতার মুখোমুখি ও ইশেতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি প্রার্থীরা। সুজন সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম। রামেশ্বর হাই স্কুল মাঠে মধুমতির সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াজদানী জর্জ ছাড়া আর কোন প্রার্থী উপস্থিত হননি।
এ সময় অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা শাখা সুজনের উপদেষ্টা মোঃ গোলাম কবির,চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল আলম টুটুল, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, সুজন ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ সারোয়ার জাহান সুমন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে ৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপস্থিতনা হওয়ায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। সুজনের সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদ জনতার মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।
সানশাইন / শামি